সোমবার, ১৬ জুন ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন

ঈদগাঁওতে গ্রামগঞ্জে প্লাস্টিক মাদুরের কদর

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি 
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৬১ বার পড়া হয়েছে

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি 

প্লাস্টিকের তৈরি মাদুরের কদর বেড়েছে ঈদগাঁওতে।  দামও বেশি। গ্রামগঞ্জে এসব মাদুর জনপ্রিয়তা পাচ্ছে। মাদুর বাহারি রঙে, ডিজাইনে, ফুলের আদলে তৈরী ক্রেতাদের নজরে পড়ে। প্লাস্টিকের মাদুর মেশিনের সাহায্যে নিখোঁতভাবে তৈরি করা হয়।
জানা যায়,শীতের আগাম মূহুর্তে শীতল মাদুর (পাটি) পরিবর্তে প্লাস্টিক মাদুর কিন্তু জায়গা করে নিলেন ক্রেতাদের অন্তরে। কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নের পাড়া মহল্লায় উত্তরবঙ্গের লোকজন মাথায় ফেরী করে বিভিন্ন ডিজাইনের শীত উপযোগী প্লাস্টিকের মাদুর বিক্রি করছেন। তাদের কাছ থেকে কিংবা ঈদগাঁও বাজারে পাটির দোকান থেকে কিনছেন এসব মাদুর। 

পূর্বেকার দিনে গ্রামীন জনপদে একসময় মিষ্টি রোদে উঠানে বসে নারী-পুরুষ শীতল পাটি তৈরী করতেন বলেও এক সূত্রে জানা গেছে।

ঈদগাঁওর গ্রামীন জনপদে প্রায় প্রতিদিন ভোর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্লাস্টিকের মাদুর বিক্রেতারা মাথায় করে বিক্রি করে যাচ্ছেন। একেক সাইজের একেক দাম। শীতল মাদুরের স্থানে প্লাস্টিকের মাদুর জায়গা করে নিচ্ছে । এই মাদুর নরম। ব্যবহারে আরামদায়ক। নারীদেরও বেশ পছন্দের। 
প্রবীণ মুরব্বি আহমদ হোসনসহ অনেকে জানান, শীত উপযোগী প্লাস্টিকের নানা রকমের তৈরী গরম পাটি বেশ জনপ্রিয়তা ধরে রেখেছে। প্রায় প্রত্যেক বাড়ীঘরে এসব পাটি রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ