মো: সালাম রাব্বানী
বিরল, দিনাজপুর
উত্তরবঙ্গের দিনাজপুর জেলায় সম্প্রতি দিনের ভোর শুরু হচ্ছে শীতের আমেজ নিয়ে। চারপাশে কুয়াশার আস্তরণ ও হিমেল বাতাস, যা কাঁথা মুড়ানোর প্রয়োজন তৈরি করেছে। ঝড়-বৃষ্টি ও খরার পর প্রকৃতি এখন শীতের আগমনের খবর দিচ্ছে।
কয়েক দিন আগে ভ্যাপসা গরম থাকলেও এখন প্রকৃতি ঋতুবদলের প্রস্তুতি নিচ্ছে। শরৎ শেষ হয়ে হেমন্ত আসার প্রেক্ষাপটে শীতকাল ধীরে ধীরে প্রবেশ করছে। ভোরের কুয়াশা শিশির ভেজা ঘাসে ও ধানের শিষে জমে থাকা পানির মধ্যে শীতের পরিবর্তন ফুটে উঠছে।
আগামী দিনগুলোতে শীতের প্রভাব আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। স্থানীয় কৃষক এবং সাধারণ মানুষ উভয়েই শীতকালীন প্রস্তুতি নিতে শুরু করেছেন।
ভোরে কুয়াশা ও হিমেল বাতাসের অনুভূতি
পূর্বের ভ্যাপসা গরমের পর শীতের আগমন
কৃষি ও সাধারণ মানুষের শীতকালীন প্রস্তুতি
প্রকৃতির এই পরিবর্তনের সাথে শীতকালীন সৌন্দর্য উপভোগ করার জন্য সকলের প্রস্তুতি নেয়া জরুরি।