বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৮:৪০ পূর্বাহ্ন

প্রধান শিক্ষকের পদত্যাগ চেয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের সমাবেশ

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৯৯ বার পড়া হয়েছে

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

রাজীবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ চেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ।

‘প্রধান শিক্ষক আজিম উদ্দিন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন। তিনি বিদ্যালয়ের অফিস কক্ষে দলীয় কার্যক্রম পরিচালনা করেন। নানা অনিয়মের সঙ্গেও তিনি জড়িত। তার কারণে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। তাকে পদত্যাগ করতে হবে।’

মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১২টার দিকে রাজীবপুর উপজেলার বাজারের সুপার মার্কেটের সামনে মানববন্ধন কর্মসূচিতে কথাগুলো বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রাজীবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিনের পদত্যাগ চেয়ে এ কর্মসূচি পালন করে তারা।

এ সময় প্রধান শিক্ষককে উদ্দেশ্য করে তাঁরা বলে, ‘আপনি স্বেচ্ছায় পদত্যাগ করুন। আপনার দোসরদেরও পদত্যাগ করতে বলুন। ২৪ ঘন্টা সময় বেঁধে দেওয়া হলো। এর মধ্যে পদত্যাগ না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এ বিষয়ে প্রধান শিক্ষক আজিম উদ্দিন বলেন, বিষয়টি জেনেছি। ঊধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার গোলাম কিবরিয়া জানান, বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ