ঝিনাইদহ জেলা প্রতিনিধি অয়ন ইসলাম :
ঝিনাইদহের উজির আলী স্কুল মাঠ প্রাঙ্গনে আজ ১১ অক্টোবর বৃহস্পতিবার বেলা ২ টা থেকে শুরু হয় বাংলাদেশ জামায়াত ইসলাম ঝিনাইদহ জেলা শাখার কর্মী সম্মেলন। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ শফিকুর রহমান, আমীরে জামায়াত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মোবারক হুসাইন, সদস্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। সভাপতি দায়িত্বে ছিলেন, আলী আজম মোঃ আবু বকর, ঝিনাইদহ জেলা আমীর। ও আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় ইসলামী জনতা।
বক্তব্যে প্রধান অতিথি, ডাঃ শফিকুর রহমান বলেন, বাংলাদেশের সৈরাচার সরকার যেভাবে পালিয়ে গেছে তাতে তাদের কিন্তু কোনো ছাড় নেই। তাদের এই দেশে পুনরায় ফিরিয়ে নিয়ে এসে, তাদের পাপের যে শাস্তি সেটা সঠিক বিচারে মাধ্যমে দিতে হবে। দেশ ও দেশের মানুষের কল্যানে বেকারত্ব দুর করতে হবে। আগামী নির্বাচনে যদি বাংলাদেশ জামায়াত ইসলাম সংসদে যায় তাহলে বেকার ভাইয়েরা বেকরত্বের দুর করতে পারবে ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, ঝিনাইদহ জেলাতে শহীদি ভাইদের যত পরিবার আছে তাদের সকলের দুয়ারে আমি যেতে পারবো না কিন্তু, ঝিনাইদহ কোনো এক শিশুকে শহীদি ভাইয়ের মমতায়ে কোমল ভাবে আদরে আদরে গালে চুম্মা দিতে চাই বলে, স্টেজে এক নাবালক বাচ্চাকে নিজের কোলে তুলে চুমাতে চুমাতে চোখের পানি ফেলে ডাঃ শফিকুর রহমান। তিনি আরও বলেন, অনেক কষ্ট বুকে চাপা যা, প্রকাশ করলেই সেই কষ্ট নিবারন করা যাবে না। আমি এর আগেও ঝিনাইদহতে এসেছি কিন্তু, আমার শহীদ ভাইদের পরিবারের সাথে পনেরো মিনিটের বেশি কথা বলতে পারিনি, সাথে সাথে সংবাদ এসেছে আপনাকে ঝিনাইদহ ত্যাগ করতে হবে অতি দ্রুত । আজ কিন্তু ঈদের আনন্দের মত লাখ লাখ মানুষের মাঝে মুক্ত পরিবেশে কথা বলছি। বিগত সরকার কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামী নিষিদ্ধ করেছিলেন তার ঠিক চার দিন পরেই আল্লাহ তাদের কে নিষিদ্ধ করেছেন। আল্লাহ আমাদের মুসলমান ভাইদের পরিবারের উপর তাকিয়েছে।