শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন

দুর্গা পুজা শেষ হতেই লক্ষী পুজা নিয়ে মেতে আছে হিন্দু সম্প্রদায়ঃ

সুমাইয়া মোস্তাকিম শিবগঞ্জ বগুড়া প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৩৯ বার পড়া হয়েছে

সুমাইয়া মোস্তাকিম শিবগঞ্জ বগুড়া প্রতিনিধিঃ

দুর্গা পুজা শেষ হতেই সারাদেশে লক্ষী পুজা নিয়ে ব্যস্ত হিন্দু সম্প্রদায়। বুধবার (১৭ই অক্টোবর)পুরানো বছরের লক্ষীর প্রতিমা বিসর্জ্জন দিয়ে নতুন লক্ষী প্রতিমা ঘরে তুলে পুজা উৎসব পালন করছে হিন্দু সম্প্রদায়। হিন্দু সম্প্রদায় এর সকল পুজা উৎসব এর নিয়ম বেশ কিছুটা একই রকম হলেও কিছুটা ভিন্ন।দুর্গা পুজা ও কালি পুজা দুর্গা এক কালির প্রতিমা বিসর্জ্জন এর মধ্যে দিয়ে পুজা শেষ হলেও,লক্ষী পুজায় তার ব্যতিক্রম রয়েছে।লক্ষী পুজার জন্য পুরনো বছরের লক্ষীর প্রতিমা বিসর্জ্জন দিয়ে নতুন লক্ষী প্রতিমা ঘরে তুলে বরন করে নেওয়াই হলো লক্ষী পুজার ব্যতিক্রম।সারা দেশের ন্যায় শিবগঞ্জ উপজেলায় লক্ষী পুজার বেশ ধুম পরেছে।যদিও প্রতিবছর দুর্গা পুজার মতো লক্ষী পুজায় তেমন একটা হৈচৈ থাকে না।কিন্তু এবছর বেশ জমকালো ভাবে উৎযাপন করা হচ্ছে লক্ষী পুজা।দুর্গা পুজায় সিকিউরিটি ব্যবস্থা করা হলেও লক্ষী পুজা সবাই ঘরে ঘরে পালন করার কারনে সিকিউরিটি দিতে হতো না।তবে উৎসবে গিয়ে জানা যায় মুসলিম সম্প্রদায় হিন্দু সম্প্রদায় কে উৎসাহিত করার জন্য লক্ষী পুজাও জমকালো ভাবে পালন করার জন্য সিকিউরিটি প্রয়োজন হয়।লক্ষী পুজাকে ঝামেলা মুক্ত করার জন্য উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ, উপজেলা কর্মকর্তা, আনসার সদস্য সহ,শিক্ষার্থীরা নিজ নিজ উদ্যগে সহযোগিতা করছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ