মোঃ সেলিম রেজা, নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুর জেলার নকলা উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দীপ জন মিত্র-কে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে ০৫.৪৫.০০০০.০০৬.১৯.০০১.২৩ নং স্মারক মূলে জারি করা বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া-এঁর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন মোতাবেক এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তার নামের পাশে উল্লিখিত পদে বদলি/পদায়ন করা হলো। সেমোতাবেক নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দীপ জন মিত্র-কে পদায়ন করা হয়েছে।
এর আগে, ৬ অক্টোবর (রবিবার) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ হতে জারি করা এক প্রজ্ঞাপন মোতাবেক ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর দীপ জন মিত্র-কে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে পরবর্তী পদায়নের জন্য ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়।
তথ্য মতে, সদ্যপদায়নকৃত নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র ৩৫তম বিসিএস-এ চ‚ড়ান্ত মনোনিত হয়ে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি সর্বশেষ ২০২২ সালের ২২ জানুয়ারি হতে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা, জেলা ভূমি সেবা ও পরামর্শ কেন্দ্র) হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, দীপ জন মিত্র ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা। তিনি দ্রুত সময়ের মধ্যে শেরপুর জেলার নকলা উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করবেন।