মোঃকামরুজ্জামান সম্পদ বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় জেলা পর্যায়ে জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার-২০২৪ পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক জনাব হোসনা আফরোজা বলেন,
আজকের এই ক্ষুদে খেলোয়াড়েরা আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খলবে। দেশ ও জাতির সুনাম বয়ে আনবে। এজন্য শিক্ষকদের খেলোয়াড় তৈরী করতে হবে।
তিনি আরোও বলেন, সুস্থ্য দেহ সুন্দর মন, খেলাধুলা বিনোদন সবার প্রয়োজন। খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে। এছাড়াও খেলাধুলা মাদক, সন্ত্রাস ও সকল অপরাধ মূলক কর্মকান্ড থেকে দূরে রাখে। কাজেই প্রত্যেকের উচিত লেখাপড়া পাশাপাশি নিয়মিত ক্রীড়া চর্চা করা।
বুধবার বিকেলে জিলা স্কুল মাঠে বগুড়ায় জেলা পর্যায়ে জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫১তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার-২০২৪ পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা পর্যায়ে জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে বগুড়া জেলা শিক্ষা অফিসার মোঃ হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম, বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) মোঃ আরাফাত হোসেন, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার টি এম আঃ হামিদ, শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক রেজওয়ানুল হক।
বগুড় সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন গাবতলি আলিম মাদরাসা অধ্যক্ষ রেজাউল বারী, সহকারী শিক্ষক মোখলেছুর রহমান, বিয়াম মডেল স্কুলের শারিরীক শিক্ষক শফিউল আলম নিঠু, মাটিডালী স্কুলের শারিরীক শিক্ষক ফজলে রাব্বিসহ জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা কর্মচারী,১১টি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শারিরীক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ কাবাডী, দাবা ও সাতার প্রতিযোগীতা বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। তিনটি ইভেন্টের বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৫৬ টি পুরস্কার বিতরণ করা হয়। কাবাডি বালক দলে চ্যাম্পিয়ন হয়েছে গাবতলি উপজেলার গাবতলি আলিম মাদরাসা, রানারআপ দুপচাচিয়া বিয়াম ল্যাবরেটরি, কাবাডি বালিকা দল চ্যাম্পিয়ন হয়েছে ভান্ডারী বালিকা উচ্চ বিদ্যালয়, রানারআপ গাবতলি উচ্চ বিদ্যালয়।