জিএম আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি:
গতকাল ১৫ অক্টোবর মঙ্গলবার হতে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়ে আবারও আমদানি রপ্তানি কাজ শুরু হয়েছে। প্রথম দিনে ২৬৬ ভারতীয় গাড়ি ভোমরা বন্দরে প্রবেশ করেছে।
কিন্তু আজকে এখন পর্যন্ত অনেক বেশি ভারতীয় গাড়ি ভোমরা স্থলবন্দরে প্রবেশ করছে ফলে বাড়ছে রাজস্ব আয়, ব্যবসায়িকরা দিন দিন ভোমরা স্থলবন্দর মুখে হাঁটছে কেননা গুঁড়ো দুধ ব্যতীত সকল পূর্ণ এই ভোমরা বন্দর দিয়ে আমদানি রপ্তানি হচ্ছে সেই কারণে ব্যবসায়িকরা ভোমরা বন্দরের দিকে ঝুগছে।
ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ীরা বলেন আগের তুলনায় এখন ভোমরা দিয়ে সরকারের বেশি রাজস্ব আয় হচ্ছে। কারণ আগের চেয়ে এখন ভোমরা দিয়ে আমদানি রপ্তানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
এসময় ভোমরা স্থলবন্দরের উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিন (উপ-পরিচালক ট্রাফিক)তিনি বলেন, গত ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর শারদীয় দুর্গাপূজার ছুটির পর গতকাল১৫ অক্টোবর থেকে আবারও আমদানি রপ্তানি শুরু হয়েছে, প্রথম দিনে ২৬৬ ভারতীয় গাড়ি বন্দরে ঢুকছে এবং আজ এখন পর্যন্ত ভারতীয় গাড়ি ঢুকছে ১৮০ কিন্তু আগামীকাল থেকে আরও বেশি গাড়ি ঢুকবে বলে আশা করছি।
তিনি আরও বলেন ভোমরা স্থলবন্দরের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ১১শ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় ৬৭ একর জমি অধিগ্রহণ করা হবে। ইতিমধ্যে প্রায় ১০ একর জমি অধিগ্রহণ শেষে সেখানে বালু ভরাটের কার্যক্রম চলমান রয়েছে। বাকি ৫৭ একর জমি অধিগ্রহণের জন্য সরেজমিনে যৌথ তালিকা(ফিল্ডবুক) প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করা হয়। শীঘ্রেই অধিগ্রহণেরে কাজ শুরু হবে। এগুলো সম্পন্ন হলে ব্যবসায়ীরা এই ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি আরও বৃদ্ধি পাবে।
জিএম আবু জাফর
সাতক্ষীরা প্রতিনিধি