সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন

অকৃতকার্য পরীক্ষার্থীর আত্মহত্যা।

ঝিনাইদহ জেলা প্রতিনিধি অয়ন ইসলাম :
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৮৫ বার পড়া হয়েছে

ঝিনাইদহ জেলা প্রতিনিধি অয়ন ইসলাম :

ঝিনাইদহ H S Cপরীক্ষায় অকৃতকার্য হওয়ায় জান্নাতুল ফেরদৌস নামে এক কলেজ ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার ১৫ই অক্টোবর ঝিনাইদহ সদর উপজেলায় পাগলা কানাই ইউনিয়নের ভড়ুয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জান্নাতুল ফেরদৌস ভড়ুয়া পাড়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে এবং মুক্তিযোদ্ধা মশিউর রহমান মহা বিদ্যালয় এর মানোবিক বিভাগের ছাত্রী ছিলেন। জান্নাতুল এর ভাই আলামিন বলেন জান্নাতুল এবার H S C পরীক্ষা দিয়েছিলেন সে ফেল করেছে এটা শোনার সাথে সাথে ঘরের ভিতরে যেয়ে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। পরে পাড়া-প্রতিবেশী সবাই এসে জানালা ভেঙে ঘরের ভিতরে গিয়ে যখন জান্নাতুলকে নিচে নামায় তখন মাটিতে লুটিয়ে পড়ে। সেখান কর স্থানীয় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। ৮ নং পাগলা কানাই ইউনিয়নের ৮ নং ইউ পি সদস্য মো: রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে ছিলাম। বাসা থেকে ফোন এলো জান্নাতুল আত্মহত্যা করেছে আমি তাৎক্ষণিক বাসায় গিয়ে দেখি মারা গেছে। কি জন্য আত্মহত্যা করেছে জানতে চাইলে তিনি বলেন মূলত পরীক্ষায় ফেল করার কারণেই সে আত্মহত্যা করেছে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম স্থানীয়রা এবং ওখান কর সবাই ভাষ্যমতে সে পরীক্ষায় ফেল করার কারনে আত্মহত্যা করেছে। স্থানীয় এবং পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ