মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন

গাইবান্ধার সদর উপজেলার কামারজানি হাটে একটি পাটের গুদামে অগ্নিকান্ডে ১৫শ মন পাঠ পুড়ে ছাই। ব্যবসায়ীর মাথায় হাত। 

মো: রবিউল ইসলাম বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৪১ বার পড়া হয়েছে

মো: রবিউল ইসলাম
বিশেষ প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি হাটে একটি পাটের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি টীম গিয়ে দু’ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদশীর্রা জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে ব্যবসায়ী আলহাজ জহুরুল হকের পাটের গুদানে আগুন জ্বলতে দেখা যায়। এসময় গাইবান্ধা ফায়ার সার্ভিসকে খবর দিলে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের দুটি টীম দু’ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। গুদামের থাকা ৫ হাজার মন পাটের মধ্যে প্রায় ১৫শ মন পাটে পুড়ে যায়। কামারজানি ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মাহবুবুর রহমান জানান, শুকনো পাটের কারনে আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। তবে, স্থানীয়রা চেষ্টা করায় ক্ষয়ক্ষতি কিছুটা কম হয়েছে।

কামারজানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, অগ্নিকান্ডের সূত্রপাত জানা যায়নি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ