গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধি শাকিল
আজ মঙ্গলবার ১৫ অক্টোবর সকালে কালিয়াকৈর সূএাপুর এলাকায় এক পথচারী রাস্তা পারাপার হওয়ার সময় সেই পথচারী নিহত হয়।নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।ঘটনা স্থলে সালনা হাইওয়ের পুলিশ এসে নিহত ব্যক্তিকে গাজীপুর মর্গে পেরন করেন।এলাকাবাসীর আমাদেরকে যানান যে ঢাকা থেকে ছেড়ে আসা উওর বঙ্গের বাসটি বেপরুয়া ভাবে গাড়িটি চালায়।গাড়িটি যখন কালিয়াকৈর সূএাপুর এলাকায় আসে তখন পথচারী পারাপার হওয়ার সময় এ ঘটনাটি ঘটে।