সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন

বাগেরহাটের মোড়েলগঞ্জে মৎস ঘেরে হামলা, লুটপাট এসময় লুটকারিদের হামলায় নারী সহআহত ৪

বাগেরহাট প্রতিনিধি।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২১ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি।

বাগেরহাটের মোড়েলগঞ্জের বারোইখালী উইনিয়নের বাসান্ডা গ্রামে এক প্রতিবন্ধীর মৎস ঘের দখলকে কেন্দ্রকরে লুটকারীদের হামলায় নারী সহ ৪ জন আহত হয়েছে। আহতদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, বাসান্ডা গ্রামের রিয়াজুল বয়াতীর স্ত্রী লীলা বেগম (৪২), প্রতিবন্ধী জাকির বয়াতীর স্ত্রী শিউলি বেগম (৩৫), জাকির বয়াতীর মেয়ে সাথী আক্তার(১৪), জাকির বয়াতীর ছেলে সাগর বয়াতী(১৯) কে বাগেরহাট ২৫০ শ্যর্যা হাসপাতালে ভর্তিকরা হয়েছে।
আহত শিউলি বেগম জানান, একই এলাকার শাহাদাত সওদাগর এর ছেলে আলতাফ সওদাগর, আহম্মদ সওদাগরের ছেলে সুমন সওদাগর ও রুমন সওদাগর, মোস্তফা সওদাগরের ছেলে নাঈম সওদাগর সহ ৩০/৪০ জননের একদল সন্ত্রাসী আমাদের বাড়ীর পাশে ঘের দখল করে এসময় আমরা ব্াঁধা দিতে গেলে আমাদের কে লুটকারীরা বাশের লাঠি, লোহার রড, রাম দা, শরকী দিয়ে কুপিয়ে জখম করে। এসময় তারা আমাদের ঘের দখল করে আমাদের ঘেরে থাকা মাছ লুটপাট করেছে।
এবিষয়ে মোড়েলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সামসুউদ্দিন জানান, ঘের দখলের বিষয় থানায় একটি অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ