কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধি শাকিল
আজ সোমবার ১৪অক্টোবর কালিয়াকৈর কাশিমপুর ০২ নং ওয়ার্ড মামুন নগর মডেল টাউন এলাকায় অপরিচিত এক মহিলা অপহরণকারী বাসার সামনে থেকে বাচ্চা মেয়েকে অপহরণ করে নিয়ে যায়।বাচ্চাটির মা বাবা অনেক আত্মীয়-স্বজন খোঁজাখুঁজি করার পর প্রায় দেড় ঘন্টা পর অপহরণকারী মহিলা এলাকাবাসীর কাছে আটক হন।এ ঘটনা শুনে আশেপাশে এলাকার সকল মানুষ এসে বাড়ির আঙ্গিনায় ভিড় জমায় সেই অপহরণ মেয়ে বাচ্চাটিকে দেখতে। অপরণ হওয়া মেয়ে বাচ্চাটির মা -বাবা আমাদের জানান যে ‘আমার মেয়ে বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করার সময় আশেপাশের লোকজন না থাকার কারণে বাচ্চাটিকে নিতে সুযোগ পায়।অপহরণ হবার মেয়ে বাচ্চাটি এর বাবা বলে যে আমি সকালে কাজের উদ্দেশ্যে অফিসে যাই অফিসে যাওয়ার তিন ঘন্টা পর আমার কাছে ফোন আসে আমাদের মেয়েকে খুজে পাচ্ছি না।এ খবর শুনে অফিস থেকে আমি অতি দ্রুত বাড়িতে এসে অনেক খোঁজাখুঁজি করার পর এলাকাবাসীর সহযোগিতায় বাচ্চাটিকে আমি ফিরে পাই।