সুমাইয়া মোস্তাকিম বগুড়া জেলা প্রতিনিধিঃ
রবিবার ( ১৩ই অক্টোবর) সন্ধা ছয়টায় বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলার গোপীনাথপুর দুর্গা মন্দিরের প্রতিমা বিসর্জ্জন হয়।মণ্ডপে মণ্ডপে ভক্তরা আজ দেবী দুর্গাকে সিঁদুর দেওয়ার মাধ্যমে সিঁদুর খেলেন পরে আরতি, শোভাযাত্রাসহ অন্যান্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।সেখানে উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ, পুলিশ সদস্য ও শিক্ষার্থীরা মন্ডপ পরিদর্শন করেন।
এবং আনছার সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মন্ডপ গুলকে রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
এর আগে তিথির কারণে গতকাল শনিবার একই দিনে মহানবমী ও বিজয়া দশমীর পূজা অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ৬টা ১২ মিনিটের মধ্যে প্রথমে মহানবমীর কল্পারম্ভ ও বিহিত পূজা হয়।
ওই পূজা শেষেই দশমীর লগ্ন হওয়ায় সকাল ৮টা ২৬ মিনিটের মধ্যে করা হয় বিজয়া দশমী বিহিত পূজা ও দেবীর দর্পণ বিসর্জন। তবে গতকাল নবমীর দিন হওয়ায় আজ প্রতিমা বিসর্জন দেওয়া হলো।বিসর্জনের ক্ষণ এগিয়ে আসায় ভক্তদের মনে ছিল বিদায়ের সুর।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সন্ধ্যা সাতটার মধ্যে প্রতিমা বিসর্জন কার্যক্রম শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। তাই সন্ধা ৬:১২ মিনিটে কিচক গাংনই নদীতে প্রতিমা বিসর্জ্জন এর মাধ্যমে শারদীয় দুর্গা পুজার সমাপ্তি ঘটে।