মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন

কালিয়াকৈর চন্দ্রা গ্রুপের সামনে দুর্ঘটনা।

গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধি শাকিল
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৩৯ বার পড়া হয়েছে

গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধি শাকিল

গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা নুর গ্রুপের সামনে হাইওয়ে রাস্তার মাঝখানে একটি ট্রাকের চাকা গর্তের ভিতর পড়ে। এবং সামনের চাকা ভেঙ্গে যায় ট্রাকটির । ট্রাকটি ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গে উদ্দেশ্যে যাচ্ছিল। ঘটনা স্থলে ট্রাকের ড্রাইভার ও হেলপার আহত হয়েছে এ অবস্থায় আশেপাশে এলাকার লোকজন এসে তাদেরকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠানো হয়। এই দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘক্ষন জ্যামের সৃষ্টি হয়। এলাকার লোকজন পুলিশকে জানায় পর হাইওয়ে পুলিশ রেকার নিয়ে এসে ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। দীর্ঘক্ষণ জ্যাম থাকার পর পুলিশে এসে জ্যামটি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। গাজীপুর এলাকাবাসী গণমাধ্যমকে বলে হাইওয়ে রাস্তার মাঝে এমন হাজারো গর্ত রয়েছে।
কিন্তু সংস্কারের কোন খোঁজ খবর নেই সড়ক পরিবহনের। তারা আরো জানায়, এই রকম দুর্ঘটনা মাঝে মাঝেই ঘটে তাই এলাকাবাসীর দাবি রাস্তা ভালোভাবে সংস্কার চাই। আর যেন কোন গাড়ি বা ট্রাক এমন সম্মুখীন না হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ