রনি ইসলাম,প্রতিনিধি:
ইলিশের প্রজনন নিশ্চিত করতে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয় সবকিছু বন্ধ থাকবে। মা ইলিশ রক্ষা ও নিরাপদ প্রজননের লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও এ নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। দেশের উপকূলীয় নদনদী ও সাগরেও জারি থাকবে এ নিষেধাজ্ঞা। এ সময় ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন আইনত দন্ডনীয় অপরাধ।
তাই আগামীকাল মধ্যরাত থেকে মেঘনা নদীর ভোলা সদর উপজেলার ইলিশা পয়েন্ট থেকে মনপুরা উপজেলার চর পিয়াল পর্যন্ত ৯০ কিলোমিটার এবং তেঁতুলিয়া নদীর ভোলা সদর উপজেলার ভেদুরিয়া থেকে পটুয়াখালী জেলার চর রুস্তম পর্যন্ত ১০০ কিলোমিটার সর্বমোট ১৯০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় মৎস্য বিভাগ। ফলে ২২ দিন সব প্রকার মাছ ধরা, পরিবহন, বিক্রি ও সংরক্ষণ করার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞাকালীন জেলেদের জন্য ৩৫ হাজার ২২ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। প্রণোদনার এই চাল জনপ্রতি ২৫ কেজি করে ১ লাখ ৪১ হাজার জেলেকে দেওয়া হবে।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, নিষেধাজ্ঞা উপেক্ষা করে কোনো জেলে নদীতে নামলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।