মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে জয়পুরহাটে বিভিন্ন পূজা মন্ডপসহ আড়াইশো হিন্দু সম্প্রদায়ের গরিব-দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে সদর উপজেলার দোগাছী ইউনিয়ন পরিষদ চত্তরে জেলা যুবদল নেতা বেলায়েত হোসেন বেনুর উদ্যোগে ও ইউনিয়ন পরিষদের আয়োজনে খাদ্যসামগ্রী হিসেবে চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, দোগাছী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিম হোসেন, ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল লতিফ, দোগাছী ইউনিয়ন পরিষদের সদস্য শাহাদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আবু ইউসুফ, বিএনপি নেতা ফেরদৌস আলম, ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ও বিশিষ্ট ব্যবসায়ী আল ইমরান ছোটনসহ পরিষদের অন্যান্য মেম্বার, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।