ঝিনাইদহ জেলা প্রতিনিধি অয়ন ইসলাম :
নতুন হাটখোলা বাজার, ঝিনাইদহ
ঝিনাইদহ জেলায় গঠিত বিশেষ টাস্কফোর্স এর সকল সদস্যের সমন্বয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি করা হয়। এসময় ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদকরণ এবং পণ্যের ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ ও সরবরাহের নির্দেশনা প্রদান করা হয়।
পাশাপাশি ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অপরাধে ০১টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ১,০০০/- (এক হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন ঝিনাইদহ জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এই তদারকি চলমান থাকবে।