মো:সালাম রাব্বানী
বিরল, দিনাজপুর
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল আজিজ শুক্রবার বিকাল ৪ টায় বিরল কেন্দ্রীয় শহীদ মিনারে দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
এ সময় তিনি শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সকল সনাতন ধর্মাবলম্বীদের সাথে থাকার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান।
সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন বিরল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আসাদুল ইসলাম, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ নবাব আলী এবং ১০নং রানীপুকুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রাজিব হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।