বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন

মিজানুর রহমান আজহারী ঢাকা ত্যাগ করছেন মালয়েশিয়ার উদ্দেশে

মো: সালাম রাব্বানী। বিরল, দিনাজপুর।
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে

মো: সালাম রাব্বানী।
বিরল, দিনাজপুর।

জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী শুক্রবার, ১১ অক্টোবর, ঢাকা ত্যাগ করছেন মালয়েশিয়ার উদ্দেশে। তিনি এ তথ্য তার ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন।

আজহারী জানিয়েছেন, পাঁচ বছর পর সংক্ষিপ্ত সফরে দেশে এসে তিনি বেশির ভাগ সময় পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটিয়েছেন। সম্প্রতি, কিছু আলিম-ওলামা ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে একটি ক্লোজ মিট-আপ প্রোগ্রাম আয়োজন করেছিলেন, যা তিনি উপভোগ করেছেন।

মালয়েশিয়ায় ফিরে যাওয়ার পর তিনি এক মাস পর আবার দেশে ফেরার পরিকল্পনা করছেন। তবে ফিরতে হলে আইনশৃঙ্খলা, জননিরাপত্তা এবং অনুষ্ঠান আয়োজনের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।

আগের মতো জেলায় জেলায় গণহারে তাফসির প্রোগ্রাম আয়োজনের পরিবর্তে, তিনি পরিকল্পিতভাবে কুরআনের আলো ছড়িয়ে দিতে চান এবং ইনডোর প্রোগ্রামে অংশগ্রহণে আগ্রহী। এছাড়া, একাডেমিক ও প্রাতিষ্ঠানিক কাজেও যুক্ত হতে চান।

তিনি তার পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা প্রত্যাশা করেন এবং শীঘ্রই বিস্তারিত ঘোষণা করবেন।

মাওলানা আজহারী গত ২ অক্টোবর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ