একে আজাদ রানীশংকৈল প্রতিনিধি।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে পেঁয়াজের বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) সকালে কৃষি অফিস প্রাঙ্গণে ১০০ জন কৃষকের মাঝে পেঁয়াজের বীজ সার সহ প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।
রাণীশংকৈল কৃষি অধিদপ্তরের আয়োজনে এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রকিবুল হাসান. উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম,
বিএনপি সভাপতি আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, ইউনিয়ন সভাপতি মমতাজ উদ্দিন, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, সাবেক চেয়ারম্যান লোকমান আলী সহ উপকার-ভোগীরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।
এ বিষয়ে কৃষি কর্মকর্তার শহিদুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন .. বর্তমান বাজারের যে পরিস্থিতি এতে করে পেঁয়াজ সহ অন্যান্য মসলা জাতীয় পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধির কারণে আমরা ১০০ জন প্রান্তিক কৃষকদের মাঝে পিয়াজ বীজ বিতরণ করলাম এতে করে উৎপাদন যথেষ্ট ভাবে হলে আমাদের বাজারের যে পরিস্থিতি তা একটু হলেও লাঘব হবে।