মকবুল হোসে ময়মনসিংহ জেলা প্রতিনিধি
গত ৪ অক্টোবর শুক্রবার ময়মনসিংহের ফুলপুর ও হালুয়াঘাট উপজেলায় টানা ২ দিনের ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় সীমান্তবর্তী অঞ্চল প্লাবিত হয়েছে।
বন্যার পানিতে সীমান্তবর্তী জনসাধারণের ফসলী জমি মাছচাষীদের মাছ ও তাদের ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় তারা অত্যন্ত অসহায় হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বন্যাকবলিত অসহায় মানুষকে রান্না করা খাবার, বিশুদ্ধ পানি বিতরণ ও মানবিক সহায়তায় এগিয়ে এসেছে র্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ।
এরই ধারাবাহিকতায় ৮ অক্টোবর র্যাব-১৪, ময়মনসিংহ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ আলিমুজ্জামান, বিপিএম-সেবা সার্বিক নির্দেশনায় র্যাব-১৪, সিপিএসসি এর কোম্পানী কমান্ডার অতিঃ পুলিশ সুপার মোঃ সামসুজ্জামানের নেতৃত্বে বন্যাদুর্গত এলাকার নিশুনিয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ও কুটুরাকান্দা এলাকা সহ আশেপাশের বিভিন্ন এলাকায় রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করােছেন।
আগামী দিনেও র্যাব-১৪ এ ধরনের মানবিক সহায়তা বিশেষ করে বন্যার্তদের উদ্ধার তৎপরতা, রান্না করা খাবার বিতরণ, বিশুদ্ধ পানি সরবরাহ এবং অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।