গাজীপুর প্রতিনিধি শাকিল
কালিয়াকৈর চান্দরা পল্লী বিদ্যুৎ জোড়াপাম্পে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে, অটোরিকশা ও মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষ গুরুতর আহত হয়, মোটরসাইকেল আরোহিতা কে বগুড়া হসপিটালে প্রেরণ করা হয়। মোটরসাইকেল আরোহীর নাম মোঃ শামছুর রহমান (২৮) তিনি ইকোটেক্স কোম্পানিতে চাকরি করতো সে বাসা থেকে অফিসে যাওয়ার সময় সকালে একটি অটো রিস্কার সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। পরে তাকে আশে পাশের পথচারীরা উদ্ধার করে বগুড়া জিয়া মেডিকেল হসপিটালে পাঠানো হয়। অটো রিস্কা চালক আহত হয় তাকে তার পরিবারে কাছে হস্তান্তর করে সাধারণ মানুষ।