শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন

রাজশাহী দুর্গাপুর পালশা গ্রামে বাঁশ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি

দুর্গাপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৫২ বার পড়া হয়েছে

দুর্গাপুর প্রতিনিধি:

রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলাধীন পালশা গ্রামের মুনসুর রহমান (৫০) নামের এক ব্যক্তিকে চাঁদা না দেওয়ায় মারধরের অভিযোগ উঠে এসেছে । ভুক্তভোগী বর্তমানে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তিনি জানান জমি জমার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এলাকার প্রভাবশালী নুরুল ইসলাম নুরু (৪২) ভুক্তভোগীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি তা দিতে অস্বীকার করলে গত ৪.১০.২০২৪ইং তারিখে তাকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে নুরুর নেতৃত্বে হিটলার, আমজাদ,নিয়ামত তাদের দল-বল নিয়ে তুলে নিয়ে যায় এবং পালশা নতুন হাটে সোহেলের অফিসের সামনে মারধর করে তার কাছে থাকা ব্যবসার ৫৭ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে এবং তার স্ত্রীকে সঙ্গে নিয়ে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ বিষয়ে নুরুল ইসলাম নুরুলের সাথে কথা বললে তিনি জানান বিষয়টি আমার জানা নাই আমি কারো কাছে চাঁদা দাবি করিনি, বিষয় টি দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত সাব ইন্সপেক্টর আব্দুল রাজ্জাক অবগত আছেন। তিনি জানান বিষয়টি তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ