হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।
বাগেরহাটের মোংলায় শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক জিয়ার নির্দেশনায় সারাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্ম উপাসনালয়ের মন্দিরে শান্তি, শৃঙ্খলা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সারাদেশে বিএনপির নেতৃবৃন্দরা আহ্বান জানাচ্ছেন। যারা হিন্দু সম্রদায়ের উপর অত্যাচার, নির্যাতন,নিপীড়ন করবে তাদের হাত ভেঙে দেওয়া হবে। তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হবে এবং দলের কোন লোক যদি অসাম্প্রদায়িক আচরন করলে সংগঠনিক ভাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে। স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুনিরা ১৭ বছর ধরে দেশে সাধারণ জনগণের উপর অন্যায় যে অত্যাচার নিপীড়ন চালিয়েছে তাদের কে শক্ত হাতে প্রতিহত করতে হবে দেশের জনগণকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের উপর যদি কেউ সংঘাত চালায় তাদেরকে প্রতিহত করতে হবে। সোমবার (৭ অক্টোবর) মোংলা উপজেলা কেন্দ্রীয় দুর্গাপূজা মন্দির ও পঞ্চগ্রাম সার্বজনীন দুর্গা মন্দিরে মোংলা হিন্দু-বৈদ্ধ-খ্রিস্টান ঐক্য কল্যাণ ফ্রন্টের আয়োজনে মন্দির পরিদর্শন কর্মসূচির এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবীদ শামীমুর রহমান শামীম একথা বলেন।
এ সময় আরোও উপস্থিত ছিলেন, মোংলা সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বাবু সুনীল কুমার বিশ্বাস, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পলাশ দে, মোংলা পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান মানিক, মোংলা উপজেলার যুবদলের আহ্বায়ক এম সাইফুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর ইমরান হোসেন, খোরশেদ আলম, ইমান হোসেন রিপন, ছাত্রদল নেতা নুরুদ্দিন হোসেন টুটুল, মহসিন, মোঃ জামাল সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মুক্তিযোদ্ধা দল সহ দলীয় সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।