মোঃ কামরুজ্জামান সম্পদ বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া শহর শাখা ১৭নং ওয়ার্ড যুবদলের আয়োজনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ্যতা কামনা করে দোয়া ও আলোচনা সভা বগুড়া সদর উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সজলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় করতোয়া আবাসিক ওয়ার্ড কার্যালয়ে
শহর ১৭নং ওয়ার্ড যুবদলের আহবায়ক মীর আলম হোসেন মনিরের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া শহর শাখার ১৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মতিয়ার রহমান স্বাধীন, সাংগঠনিক সম্পাদক মাফুজার রহমান, ১৭ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আবু হাসান, যুগ্ন আহবায়ক মোঃ রাশেদ। এ সময় উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ড বিএনপি নেতা সামছুল,চাঁন মিয়া, যুবদলনেতা মানিক, সাকিব,পারভেজ, শাকিল, আলিফ, ওমর ফারুক, প্রান্ত শেখ, সিয়াম শেখ, বিপ্লব শেখ, সাখাওয়াত হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়।
ক্যাপশনঃ সোমবার মাটিডালী করতোয়া আবাসিক ওয়ার্ড কার্যালয়ে বগুড়া শহর ১৭ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ্যতা কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন রাজু।