ঝিনাইদহ জেলা প্রতিনিধি অয়ন ইসলাম :
০৭ অক্টোবর ২০২৪ ( রবিবার ) সকালে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোঃ সাজেদুর রহমানের বিরুদ্ধে ছাত্র – ছাত্রীদের বিশাল এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, অত্র প্রতিষ্ঠানের প্রশাসনিক পরিষদ ও খন্ডকালীন নিয়োগ,সিলেকশন কমিটির সিদ্ধান্ত মোতাবেক অত্যবশ্যকীয় জনবল,খন্ডকালীন জনবল নিয়োগ তহবিলে পর্যাপ্ত অর্থ জমা না থাকায় আগামী ৩১/১০/২০২৪ ইং তারিখ থেকে নিয়োগ প্রাপ্ত সকল খন্ডকালীন শিক্ষক ও কর্মচারীদের চাকুরী হতে অব্যহতি প্রদান করা হয়।
কিন্তু শিক্ষার্থীরা জানায়, উক্ত পলিটেকনিকে ক্লাস নেওয়া মতো খন্ডকালীন শিক্ষক ব্যাতিত কোনো শিক্ষক নেই। আবার ঠিক মতো কোনো ক্লাসও হচ্ছে না, আবার গেস্ট শিক্ষকদের অব্যাহতি দিলে তাদের ক্লাস নিবে কে ? ৩০ দিনে ২ দিনও উপস্থিত থাকে না কলেজের প্রিন্সিপাল।এরই প্রেক্ষাপটে ঝিনাইদহ ও মাগুরা মহাসড়কের ওপর ৭ দফা দাবি নিয়ে আন্দোলন করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানায়, তাদের কাছ থেকে বিভিন্ন পন্থা অবলম্বন করে চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত হয়েছে পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল। এমন সব অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ ও বিচারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরবর্তীতে পলিটেকনিকে স্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা উক্ত বিষয় গুলো বিবেচনা করে সুষ্ঠু একটা সমাধান দেওয়ার আশ্বাস দেন পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীদের।