বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন

বিরলে ইসলাম ধর্ম ও রাসূল (সাঃ) নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ

মো সালাম রাব্বানী বিরল, দিনাজপুর
  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৩৯ বার পড়া হয়েছে

মো সালাম রাব্বানী
বিরল, দিনাজপুর

আজ সোমবার ৭ই অক্টোবর ২০২৪ বাদ জোহর বিরল বকুলতলার মোড় থেকে ইসলাম ধর্ম ও প্রিয় রাসূল (সাঃ)কে নিয়ে কটুক্তি এবং বিজেপি নেতা নীতেশ রানে ও রামগিরী মহারাজ কর্তৃক সমর্থন করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বকুলতলা মোড়ে ফিরে এসে একটি সমাবেশে মিলিত হয়।

সমাবেশে ধর্মপ্রাণ মুসলমানগণ বলেন, “যারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব প্রিয় রাসূল (সাঃ)কে অবমাননা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।” বক্তারা নীতেশ রানে এবং রামগিরী মহারাজের কটুক্তির তীব্র নিন্দা জানিয়ে শাস্তির দাবি জানান।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা ‘আমরা শান্তি চাই’ এবং ‘রাসূল (সাঃ) আমাদের গর্ব’ স্লোগান দেন। উপস্থিত মুসলমানদের মধ্যে উক্ত প্রতিবাদের উদ্দেশ্যে সংহতি ও সমর্থন প্রকাশ করতে দেখা যায়।

এ প্রতিবাদ মিছিলে বিরল উপজেলার বিভিন্ন এলাকার মুসলমানগণ অংশগ্রহণ করেন। বক্তারা এ সময় সংহতি ও শান্তির আহ্বান জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ