আরিফুল ইসলাম
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া ভেড়ামারায় গোসল করতে নেমে পানিতে ডুবে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল রবিবার বিকেল ৫ টার দিকে ভেড়ামারার জিকে ক্যানেলে গোসল করতে নেমে নিখোঁজ হয় সবুজ নামে এক কলেজ পড়ুয়া শিক্ষার্থী।পরে জানাজানি হলে খোজাখুজি করেও পাওয়া যায় না সবুজকে, সন্ধ্যায় পানিতে তার লাশ পাওয়া যায়।
নিহত সবুজের বড় ভাই ওহিদুল ইসলাম জানান,
সবুজ তার দুলাভাই,বন্ধুসহ মোট তিনজন ১ নম্বর ব্রীজ সংলগ্ন স্থানে ক্যানেলে গোসল করতে নামে এবং সাতরায়ে ক্যানেলের এপার থেকে ওপার যাওয়ার পরিকল্পনা করে নিজেরদের মদ্ধে। তাদের মদ্ধে দুজন সাঁতার কেটে এপার থেকে ওপারে সাতরায়ে পার হতে পারলে ও সবুজ পার হতে না পেরে পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের ছোট সন্তান সবুজের এই মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।মৃত সবুজের বাড়ি উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ মুন্সিপাড়ায়,তার পিতার নাম নায়েব আলী। সে চলতি বছরে এসএসসি পাস করে ভেড়ামারা সরকারি ডিগ্রি কলেজের প্রথম বর্ষে অধ্যায়নরত ছিলেন।