গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধি শাকিল।
কালিয়াকৈর পৌরসভা ৫ নং হরতকিতলা গ্রামে রাস্তাঘাটের বেহাল দশা প্রায় অনেক বছর ধরে। এ অবস্থায় হরতকিতলা গ্রামের আশে পাশে শত শত মানুষের চলা চলের রাস্তা একটু বৃষ্টি হলেই রাস্তা পানিতে ডুবে যায়, এ অবস্থায় চলাচল খুবই কষ্ট এালাকার সকল মানুষ অপেক্ষায় আছে কবে রাস্তার কাজ হবে। অনেক রাস্তার কাজ হয় এই ৫ নং ওয়ার্ডে কোনো রাস্তার কাজ হয় না চরম ভুগান্তিতে দিন গনছে হাজারো পরিবার। এই রাস্তায় এমন অবস্থায় কোনো গাড়ি বা আটোরিসকা চলাচল করতে পারে না তাই এলাকাবাসীর আকুল আবেদন অতি তাড়াতাড়ি যেনো রাস্তার শুরু হয়।
কালিয়াকৈর পৌরসভার কাছে বিনীত আবেদন।