আবু জাফর সাতক্ষীরা প্রতিনিধি:
ভোমরা নির্বাচন কমিশন কার্যালয় থেকে প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। রবিবার (৬ অক্টোবর) সকাল ১০ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত নির্বাচন কমিশন কার্যালয় থেকে ৩৭ টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২৮ জন প্রার্থী। বন্ধুত্ব ও ভ্রাতৃসুলভ মনোরম পরিবেশ থেকে কোন বাধা বিপত্তি ছাড়াই প্রার্থীরা এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
নির্বাচন কমিশনার মোহাম্মদ জালাল উদ্দিন আকবর জানান, শান্তিপূর্ণ পরিবেশ থেকে ত্রিবার্ষিক নির্বাচনে জোর প্রতিদ্বন্দ্বিতা করতে ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র গ্রহণ করেছেন। নির্বাচন পরিচালনা কমিশনের সদস্য সচিব ওয়ালিউল্লাহ জানান, রাজনৈতিক প্রভাব ও অপশক্তির শ্যেণ দৃষ্টি না থাকায় প্রার্থীরা তাদের মনোনয়নপত্র গ্রহণ করতে আগ্রহী হয়েছেন। এ নির্বাচনটি আবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
নির্বাচন পরিচালনা কমিশনের সদস্য এস এম আব্দুস সালাম জানান, এ ত্রি বার্ষিক নির্বাচনে এসোসিয়েশনের ১৪০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশন জালাল উদ্দিন আকবর আরো জানান, মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীরা ৮ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টা থেকে বেলা ৪ টার মধ্যে তাদের মনোনয়নপত্র নির্বাচনী কার্যালয়ে দাখিল করবে।
বুধবার (৯ অক্টোবর) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই বাছাই এরপর ১০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় নোটিশ বোর্ডের মাধ্যমে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এরপর ১২ অক্টোবর শনিবার প্রার্থীদের দাখিলকৃত আপত্তি শুনানি ও সংশোধিত প্রার্থীর প্রকাশ করা হবে।
১৪ অক্টোবর সকাল ১০ টা হতে বেলা ৩ টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের পর ১৫ অক্টোবর সকাল ১১ টায় নোটিশ বোর্ডের মাধ্যমে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। একইসাথে ১৬ অক্টোবর সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত প্রার্থীদের নামসহ প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২৬ অক্টোবর অ্যাসোসিয়েশন ভবনে সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত বিরতহীনভাবে ভোট গ্রহণের পর ফলাফল প্রকাশ করা হবে।