শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৭:০০ অপরাহ্ন

কটিয়াদীতে গণ অধিকার পরিষদের পথসভা

জজ মিয়া কটিয়াদী (কিশোরগঞ্জ)প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

জজ মিয়া
কটিয়াদী (কিশোরগঞ্জ)প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা গণ অধিকার পরিষদের পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ঠা অক্টোবর) রাত ৮টার দিকে কটিয়াদী পৌরসদরের বাসস্ট্যান্ডে উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ আলীউজ্জামান মহসিনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খান।
এসময় রাশেদ খান বলেন, সাবেক প্রধানমন্ত্রী স্বৈরশাসক শেখ হাসিনার পদত্যাগ পরবর্তী রাষ্ট্র সংস্কারে গঠিত অন্তবর্তীকালীন সরকারকে সহোযোগিতা করতে হবে।রাষ্ট্র সংস্কার হলেই একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের আয়োজন করা সরকারের পক্ষে সম্ভব হবে।

এছাড়াও তিনি ছাত্র ও জনতার উপর হামলার অভিযোগে অভিযুক্ত সাবেক ডিবি প্রধান হারুনের অবিলম্বে শাস্তি কামনা করেন।

এসময় আরো বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক আলহাজ্ব লায়ন মো: নাসির উদ্দীন,যুগ্ম সদস্য সচিব মোঃ এনামুল হক সুমন, গণ অধিকার পরিষদ কটিয়াদী উপজেলা শাখার সদস্য সচিব তাবাসসুম হোসাইন,ভৈরব উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব ইমতিয়াজ আহমেদ কাজল,জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান প্রমুখ।

এসময় গণ অধিকার পরিষদের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা,বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পথসভার সমাপনী বক্তব্যে কটিয়াদী উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ আলীউজ্জামান মহসিন সরকারের কাছে কিশোরগঞ্জের সার্বিক উন্নয়নের দাবি এবং ডিবি হারুনের মতো যারা কিশোরগঞ্জের মাটিকে দূষিত করার চেষ্টা করেছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্যে দাবি জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ