মো: রবিউল ইসলাম
বিশেষ প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মোঃ মোস্তাক আহমেদ (৪৫) বৃহস্পতিবার রাত ২টার সময় মোটরসাইকেল যোগে কাবিলের বাজার থেকে বাড়ি ফেরার পথে কাবিলের বাজারের মাঝামাঝি পৌঁছিলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ঘটনা স্থানে তিনি নিহত হয়েছে। তিনি উত্তর আনালেরতাড়ি গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ২টার দিকে মোস্তাক আহমেদ মোটরসাইকেল যোগে কাবিলের বাজার থেকে বাড়ি ফেরার পথে কাবিলের বাজারের মাঝামাঝি পৌঁছিলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের লোকজন অভিযোগ করে বলেন, বাবু নামের এক ব্যক্তি মোস্তাককে মোটরসাইকেলে করে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য মোটরসাইকেল চালাচ্ছিলেন। কাবিলের বাজার থেকে দারিয়াপুর বাজারে যাওয়ার সময় ফাঁকা রাস্তায় কিভাবে সড়ক দুর্ঘটনা হলো বিষয়টি রহস্যজনক। তাকে পূর্ব পরিকলিপ্তভাবে মেরে ফেলা হতে পারে বলে তারা ধারণা করছেন। তবে বিষয়টি নিয়ে এলাকায় নানা জল্পনা ও কল্পনা চলছে।
এব্যাপারে খোলাহাটি ইউপি চেয়ারম্যান মাসুম হক্কানী বলেন, মোস্তাকের মৃত্যুর বিষয়টি আপাতত সড়ক দুর্ঘটনাই বলে মনে করা হচ্ছে।