রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন

জয়পুরহাটে হত্যা চেষ্টা মামলায় ৪ আওয়ামীলীগ নেতা গ্রেফতার

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১০৯ বার পড়া হয়েছে

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাটঃ

জয়পুরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় ৪ জন আওয়ামীলীগ নেতাকে র‌্যাবের সহায়তায় গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোর রাতে জয়পুরহাট সদর উপজেলার উত্তর জয়পুর এলাকা থেকে তদের গ্রেফতার করে বেলা সাড়ে ১০ টায় আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- জয়পুরহাট পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক, সাবেক পৌর কাউন্সিল সাহেব পাড়ার বাসিন্দা জাকির হোসেন মোল্লা (৩৮), সদর উপজেলা আওয়ামীগের সদস্য সদর উপজেলার রাঘবপুর গ্রামের মাসুদ রানা (৪২). চকশ্যাম গ্রামের আলম হোসেন (৪৬) এবং চকগোপাল গ্রামের জাফর জনি (৪২)।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন এ তথ্য নিশ্চিত করে জানান, গত বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোল চলকালে তারা ছাত্র-জনতাকে হত্যা চেষ্টা মামলায় আসামী ছিলেন । মামলার পর থেকে তারা পলাতক ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যদের সহায়তায় তাদের গ্রেফতার করা হয়েছে বলেও জানান ওসি শাহেদ আল মামুন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ