জাবির আহমেদ জিহাদ
বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর সদর উপজেলার নায়েবে আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার (৫ অক্টোবর) বাদ ফজর সাংগঠনিক কাজে কেন্দুয়া কালিবাড়ির উদ্দেশ্যে তিনি অটোরিকশা করে যাচ্ছিলেন। পথেই একটি বেপরোয়া ট্রাক তাদেরকে চাপা দিলে মারাত্মক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো কয়েকজন নিহত হয়েছেন বলে জানা যায়।
মাওলানা মোস্তাফিজুর রহমান জামালপুরের দীর্ঘদিন ধরে বেলটিয়া কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
সকাল সাড়ে নয়টার দিকে এই জামায়াত নেতা ময়মনসিংহ মেডিকেলে দুনিয়া ছেড়ে চলে যান।
এ বিষয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি এডভোকেট ইলিয়াস হোসাইন বলেন, মুহতারাম নায়েবে আমীর অত্যন্ত বিনয়ী ও সহজ সরল প্রকৃতির মানুষ ছিলেন। ইবাদত বন্দেগী ও সাংগঠনিক শৃঙ্খলার ব্যাপারে তিনি অত্যন্ত যত্নশীল ছিলেন। তাঁকে হারিয়ে আমরা অনেকটা অভিভাবকশূণ্য হয়ে গেলাম।
মাওলানা মোস্তাফিজুর রহমানের জানাজা নামাজ রাত সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন তার ছেলে কাউসার ।তিনি বলেন, আব্বুর জানাজা ঈশার নামাজের পর রাত ৮:৩০ মিনিটে গ্রামের বাড়ি তুলসীপুর মেঘা নয়াপাড়া -তে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।