মো: রমিজ আলী,
সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি:
সীতাকুণ্ড উপজেলা বাঁশবাড়িয়া ইউনিয়ন ২নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে কর্মীসভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকাল ৩টায় ২নং ওয়ার্ড ছাত্র দলের এই কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।এই কর্মীসভায় সভাপতিত্ব করেন বাঁশবাড়ীয়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মো. দেলোয়ার হোসেন ও সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির এর সঞ্চালনায় এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৭টি বছর আমাদের ছাত্রদের হাতে হাতে কলম ছিল না। তাদের লেখা পড়া করতে হয়েছে পলাতক জীবন যাপনে। সরকারী ভাবে পাশ্ববর্তী রাষ্ট্রের ইশারায় পাঠ্য বইকে বাদ দিয়ে বিতর্কিত শিক্ষা কারিকুলামের মাধ্যমে ছাত্র সমাজকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। কিন্তু গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিপ্লেবর মাধ্যমে সেই ষড়যন্ত্রকারীদের বিদায় হয়েছে। আমরা আর আমাদের ছাত্রদের হাতে অস্ত্র দেখতে চাই না। আমরা আমাদের চাই শিক্ষিত, মেধাবী ছাত্র দল। যাদের ভিতর থেকে রাষ্ট্র মেরামতের দায়িত্ব দেওয়া হবে। যারা একটি রাষ্ট্র গঠনের মেরুদন্ড হবে। আমাদের নেতা যে স্বপ্ন দীর্ঘ ৯ বছর কারাগারেবন্দি অবস্থায় দেখেছেন। সেই আধুনিক সীতাকুণ্ড গড়ে তোলার জন্য আমরা অঙ্গীকার বদ্ধ হয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবো।
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সীতাকুণ্ড উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব মোহাম্মদ কাজী মহিউদ্দিন। প্রধান ব্ক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপি সভাপতি জনাব সালামত উল্লাহ সালাম। বাঁশবাড়ীয়া ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সদস্য আক্তার হেসেন, জেলা ছাত্রদল নেতা রুস্তম আলী,জাবেদ, সাজ্জাদ হোসেন রাব্বি, বাঁশবাড়ীয়া ইউনিয়ন ছাত্রদল নেতা মাইন উদ্দিন লিমন, বিএনপির নেতা নুর ইসলাম মেম্বার, লোকমান,দিদার, সাইফুল ইসলাম,মুমিন,আজগর আলী,ইমরান হোসেন,আহনাব মুজাহিদ অনিক,ইমতিয়াজ, হৃদয়,নোমান,আরাফাত, মিশকাত,সানজিদ,অভি, সিফাত সহ ২নং ওয়ার্ড ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।