আল-আমিন সরকার,ধনবাড়ী,টাংগাইল,প্রতিনিধিঃ
টাংগাইলের ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন জনাব এস.এম. শহিদুল্লাহ। তিনি গত ৩ অক্টোবর রাতে ধনবাড়ী থানায় তার দায়িত্ব গ্রহন করেন। ধনবাড়ী থানায় যোগদানের পূর্বে তিনি পুলিশের প্সেশাল ব্র্যান্স (এস,বি) তে কর্মরত ছিলেন। ধনবাড়ী থানার ওসির দায়িত্ব গ্রহন করেই থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সাথে কৌশল বিনিময় করেন। তিনি ধনবাড়ী উপজেলার পার্শবতী জামালপুর জেলার দেওয়ানগন্জ উপজেলার বাসিন্দা। তিনি ধনবাড়ীর সকলস্তরের জনগনের জন্য কাজ করার তীব্র ইচ্ছা পুষন করেছেন। ধনবাড়ীবাসীর কল্যানে পাশে থাকারও আশ্বাস দেন। তিনি বিশেষ করে দলীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। ধনবাড়ীর সাধারন জনগনের তার কাছে একটাই দাবি তিনি যেন সৎ ও নিষ্ঠার সাথে জনগনের জন্য কাজ করে এইটাই সকলের প্রত্যাশা। অন্যায়ভাবে যেন মানুষকে হয়রানি না করা হয় এইটাই সকলের আশা। তিনি আরো বলেন দলমত ,ধর্ম
নির্বিষেশে সকলের সাথে মিলেমিশে কাজ করতে চাই।