শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন

টেকনাফে অপহরণ বন্ধে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি

জামাল উদ্দীন - কক্সবাজার জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২৭ বার পড়া হয়েছে

জামাল উদ্দীন – কক্সবাজার জেলা প্রতিনিধি

স্মারকলিপি প্রদান করেছেন হ্নীলা-টেকনাফ ও হোয়াইক্যং এলাকার ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারণ

কক্সবাজার টেকনাফে অপহরণ বাণিজ্য বন্ধ ও অপহরণকারীদের শাস্তির আওতায় আনার দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন হ্নীলা-টেকনাফ ও হোয়াইক্যং এলাকার ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারণ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর এ স্মারকলিপি প্রদান করেন তারা।

এসময় হ্নীলা স্টেশন বাজার কমিটির সভাপতি জহির আহমদ, ব্যবসায়ী জালাল আহমদ, হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, হ্নীলা আল-ফালাহ একাডেমির শিক্ষক মুহাম্মদ রফিক, ব্যবসায়ী নুরুল হকসহ ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে টেকনাফে দীর্ঘদিন পর্যন্ত অপহরণ বাণিজ্য বন্ধ ও অপরাধীদের আটক করে কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়।

আবেদনকারীরা স্মারকলিপিতে উল্লেখ করেন, যে হারে টেকনাফ অপহরণ বেড়ে গেছে তাতে করে ব্যবসা বাণিজ্য ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। অথবা মানুষ নিরাপত্তার জন্য দ্রুত এই পরিস্থিতির সমাধান চাওয়া হয়

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ