শেখ সুমন নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী সুন্নী মারকাজ হাজীগঞ্জ উপজেলার গৌরব ইমামে রাববানী দরবার শরীফের প্রতিষ্ঠাতা, কাইয়ুমে জামান,মোজাদ্দেদে জামান, কুতুবে জামান, গাউছে জামান, ইমামে রাব্বানী, হাদীয়ে দ্বীন ও ও টি মিল্লাত, আওলাদে রাসূল দ. আবু নসর নসর আল্লামা সৈয়দ মোহাম্মদ আবেদ শাহ্ মোজাদ্দেদী আল মাদানী রা. এর ৩৬ তম ওফাত বার্ষিকী উপলক্ষে আগামী ৮ অক্টোবর মঙ্গলবার পরিত্র ভূরছে ইমামে রাব্বানী ও হিযবুর রাসূল দ. মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। ৩৬তম পবিত্র ওরছে ইমামে রাব্বানী ও হিযবুর রাসূল দ. মহাসমাবেশে সভাপতিত্ব করবেন ইমামে রাব্বানী দরবার শরীফের সাজ্জাদনশীণ পীর, বাংলাদেশ আহলে সুন্নাত জাম্বুআতের সভাপতি ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর সেই রিম্যান আওলাদে রাসূল দ. পীরে কামেল আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল আবেদী।
দরবার শরীফের কার্যালয় সূত্রে জানা গেছে, পবিত্র ওরছে ইমামে রাব্বানী উপলক্ষে দিনব্যাপী খতমে কোরআন, খতমে খাজেগান, খতমে গাউছিয়া, আছরের নামাজের পর থেকে কোরআন-সুন্নাহর আলোকে আলোচনা, মাগরিবের নামাজের পর মাজার শরীফে গিলাফ ছড়ানো, জিকরে মোস্তফা দ., মিলাদ ও ক্বীয়াম শরীফ পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। এরপর রাতব্যাপী আহলে সুন্নাত ওয়াল জাআতের আক্বীদার উপর দেশ বরেণ্য ওলামায়েকেরামগণ উজ্জলোচনা করেন। ফজরের নামাজের পূর্বে ইমামে রাব্বানী দরবার শরীফের সাজ্জাদানশীণ আওলাদে রাসূল পীরে কামেল সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী নসিহতমূলক আলোচনা ও বিশেষ মোনাজাত পরিচালনা করবেন। পবিত্র ওরছে ইমামে রাব্বানীতে জিকিরের সহিত শরীক হতে আরজগুজার করেছেন বড় শাহজাদা সৈয়দ মোহাম্মদ আলমগীর শাহ্ মোজাদ্দেদী আল আবেদী, ছোট শাহজাদা সৈয়দ মোহাম্মদ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী আল আবেদী, সৈয়দ জাহান শাহ্ মোজাদ্দেদী রাহ. এর বড় শাহজাদা সৈয়দ মাখদুম শাহ্ মোজাদ্দেদী আল আবেদী ও বাংলাদেশ হিযবুর রাসূল দ. কমিটির নেতৃবৃন্দ। উল্লেখ্য, হাজীগঞ্জ বাজার হয়ে পশ্চিমে ধেররা এলাকায় চাঁদপুর-কুমিল্লা মহসড়কের দক্ষিণ পার্শ্বে ইমামে রাব্বানী দরবার শরীফের অবস্থান।