সাগর আহমেদ জজ,,
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের গভর্নিং বডির নতুন এডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। নতুন কমিটিতে সভাপতি পদে মোহাম্মদ মাসুদুর রহমান খান (মুকুল) ও বিদ্যুোৎসাহী সদস্য হিসেবে মোহাম্মদ ওবাইদুল আল মাসুম (খোকন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কর্তৃক মনোনীত হয়েছেন। অদ্য বৃহস্পতিবার ৩ অক্টোবর ২০২৪ইং শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান খন্দকার নেত্রকোনা জেলার “দৈনিক একুশে নিউজের” স্টাফ রিপোর্টার মোঃ আল ইমরানকে বিষয়টি নিশ্চিত করে বলেন,বুধবার বিকেলে চিঠি পেয়েছি। এর আগে গত সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত হাফেজ জিয়াউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ বরাবর প্রেরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়। চিঠিতে আরও উল্লেখ করা হয় যে, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, কলেজ পরিচালনা কার্যক্রম সুষ্ঠুভাবে অব্যাহত রাখার স্বার্থে নিম্নোক্ত ব্যক্তিবর্গের সমন্বয়ে এডহক কমিটি গঠন করা হলো। কমিটিতে পদাধিকারবলে অধ্যক্ষ সদস্য সচিব থাকবে। এছাড়াও প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে শিক্ষকদের মধ্যে থেকে ১ জন সদস্য ও প্রতিষ্ঠাতা/দাতা ও হিতৈষীদের মধ্য থেকে ১ জন সদস্য সভাপতি কর্তৃক মনোনীত হবে।
মোহাম্মদ মাসুদুর রহমান খান (মুকুল) কলেজের গভর্নিং বডির সভাপতি ও মোহাম্মদ ওবাইদুল আল মাসুম (খোকন) গভর্নিং বডির বিদ্যোৎসাহী নির্বাচিত হওয়াই দুজনকে অভিনন্দন জানিয়েন নেত্রকোনা জেলা বি এন পির সাবেক তিনবারের সফল সাধারন সম্পাদক ও নেত্রকোনা সরকারী কলেজের সাবেক ভি,পি এবং পূর্বধলা উপজেলার গণমানুষের নেতা আগামীর ধানের শীষের কান্ডারী আলহাজ্ব আবু তাহের তালুকদার, মোঃ হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ন আহবায়ক পূর্বধলা উপজেলার বিএনপি, ফকির মোহাম্মদ ছায়েদ আল মামুন (শহীদ) মোহাম্মদ মনোয়ার হোসেন সোহেল প্রচার ও প্রকাশনা সম্পাদক পূর্বধলা উপজেলা বিএনপি, মোহাম্মদ এনায়েত কবির যুগ্ন আহবায়ক পূর্বধলা উপজেলা যুবদল, এম এক কুকন আকন্দ যুগ্ন আহবায়ক পূর্বতলা উপজেলা যুবদল, মোহাম্মদ সালমান রহমান পল্লব আহ্বায়ক পূর্বতলা উপজেলা ছাত্রদল সহ অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও ও তাদেরকে অভিনন্দন জানিয়েছেন শ্যামগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি। শ্যামগঞ্জ প্রেসক্লাব এবং শ্যামগঞ্জ অঞ্চলের সর্বস্তরের জনগণ। হাফেজ জিয়াউর রহমান কলেজটি ১৯৭২ সালে শ্যামগঞ্জ বাজারে প্রতিষ্ঠিত হয়। যা ১৯৯৮ সালে ডিগ্রি কলেজ উন্নতি হয় বিগত ২০১৬ ও ২০১৮ সালে শিক্ষা মন্ত্রণালয় পরিচালিত শিক্ষা সপ্তাহের জরিপ অনুযায়ী পূর্বধলা উপজেলার পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয় অত্র কলেজটি।
উল্লেখ্য শ্যামগঞ্জ হাফেজিয়া রহমান ডিগ্রি কলেজ গভর্নিং বোর্ডের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মাসুদুর রহমান খান ( মুকুল) তিনি মরহুম হাফেজিয়া রহমান খানের পুত্র, ও গভর্নিং বোর্ডের বিদ্যুৎ শাহী মোঃ ওবায়দুল আল মাসুম( খোকন)(পূর্বধলা উপজেলা বিএনপির আহবায়ক, ও বহলাকান্দা ইউনিয়নের সাব একশ ফল জনপ্রিয় চেয়ারম্যান ফকির মোহাম্মদ সায়েদ আল আল মামুন শহীদ ফকিরের অনুজ।