বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১২:০৮ অপরাহ্ন

বিজয় স্মরনী ডিগ্রী কলেজ ঈদ-ই মিলাদুন্নবী (সা:) উদযাপন ও দোয়া মাহফিল

মো:রমিজ আলী, সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৪৪ বার পড়া হয়েছে

মো:রমিজ আলী,
সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি:

ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়/ আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়’। ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.)। প্রায় দেড় হাজার বছর আগে ৫৭০ সালের এই দিনে পৃথিবীতে মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হযরত মুহাম্মদ (দ.) শুভাগমন করেন। দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) নামে পরিচিত। ৫৭০ সালের এই দিনে আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:)।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় গাম্ভীর্যের ভিতর পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:)। পবিত্র এই দিন উপলক্ষে বিএনপির সাবেক যুগ্ন মহাসচিব বিজয় স্মরনী ডিগ্রী কলেজ এর গভনিং বডি সভাপতি অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী বাণী প্রদান করেছেন। তিনি হযরত মুহাম্মদ (দ.) বিশ্ব মানবতার জন্য অনুসরণীয় আদর্শ রেখে গেছেন বলে উল্লেখ করেন।অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা:) মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে; প্রতিটি ভূমিকায় অবতীর্ণ হয়ে তিনি বিশ্ব মানবতার জন্য অনিন্দ্য সুন্দর অনুসরণীয় শিক্ষা ও আদর্শ রেখে গেছেন; যা প্রতিটি যুগ ও শতাব্দীর মানুষের জন্য মুক্তির দিশারি হিসেবে পথ দেখাবে।

আজ(৩ অক্টোবর)বৃহস্পতিবার বিজয় স্মরণী ডিগ্রী কলেজ আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) এর আলোচনা সভা ও দোয়া মাহফিল কলেজ হল রুমে প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধূরী উপরোক্ত আলোচনা করেন।

বিজয় স্মরনী কলেজ এর অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক আবু জাফর এর সভাপতিত্বে এবং অধ্যাপক এম শহীদুল্লাহ আজাদ ও অধ্যাপক আবু সালেহ এর যৌথ পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বায়তুশ শরফ জামে মসজিদের খতিব মাওলানা কাজী মোঃ শিহাব উদ্দিন। তিনি মহানবীর জীবনী নিয়ে আলোচনায় বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী হচ্ছে শেষনবী হজরত মুহাম্মদ (সা.)–এর জন্মদিন হিসেবে মুসলমানদের মাঝে পালিত একটি উৎসব। মুসলিমদের মাঝে এ দিনটি বেশ উৎসবের সঙ্গে পালন হতে দেখা যায়। বাংলাদেশি মুসলিমরা এই দিনকে ঈদে মিলাদুন্নবী বলে অভিহিত করেন। মুহাম্মদ সঃ এর জন্ম উদ্যাপন হিসাবে উল্লেখ করার পাশাপাশি, মওলিদ শব্দটি ‘মুহাম্মদের জন্ম উদযাপনের জন্য বিশেষভাবে রচিত এবং আবৃত্তি করা পাঠ্য’ বা ‘সেই দিনে আবৃত্তি করা বা গাওয়া একটি পাঠ্য’-কে বোঝায়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যাপক এ এম রফিকুল আলম হাচানী, কলেজ গভনিং বডির বিদ্যুৎসাহী সদস্য প্রফেসর মোঃ নুরুল কুদ্দুস, দাতা সদস্য আলহাজ্ব নিজাম উদ্দিন চৌধূরী,প্রাক্তন সদস্য ইঞ্জিনিয়ার শফিউল আলম,আলহাজ্ব ফরিদুল আলম,ডাঃ খালেদ উদ্দিন ঈসা চৌধূরী,বিএনপি নেতা মোরসালিন,শেখ সাহাবুদ্দিন,মহিউদ্দিন,সোলাইমান রাজ প্রমূখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ