উজ্জ্বল কুমার সরকার
নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর মান্দায় পৃথক স্থানে অভিযান চালিয়ে আজ (০৩ অক্টোবর ) বৃহস্পতিবার সকালে ৯ টাই ২ মাদকসেবীকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁর একটি বিশেষ টিম। পরে তাদের বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেন ভ্রামম্যান আদালত। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন উপজেলার ছোট চাক চম্পক গ্রামের সোহরাব হোসেনের ছেলে সানোয়ার হোসেন (২১), শ্রীরামপুর গ্রামের রাবিন্দ্রনাথ চকদারের ছেলে পার্থ চকদার (২৫)।পরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা আন্জুমান বানু তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দু’জনকে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দিয়ে ভ্রাম্যমানআদালতের মাধ্যমে জেলখানায় প্রেরণ করেন। প্রসিকিউশন প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নওগাঁর উপ-পরিদর্শক শাহীন শওকত ও খলিলুর রহমান।
নওগাঁ #