শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন

দেশে ফিরলেন ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী

মো:সালাম রাব্বানী বিরল, দিনাজপুর
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

মো:সালাম রাব্বানী
বিরল, দিনাজপুর

২ অক্টোবর, ২০২৪ ইং জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী মালয়েশিয়া থেকে দেশে ফিরে এসেছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার পর তিনি তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এই খবরটি নিশ্চিত করেন।

আজহারী তার পোস্টে লিখেছেন, “আলহামদুলিল্লাহ, সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। দুআর নিবেদন।”

তিনি দেশে ফেরার পর বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান তাঁর মামা মোশারফ হোসেন। মোশারফ হোসেন সামাজিক মাধ্যমে শুভেচ্ছার ছবি পোস্ট করে লিখেছেন, “আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় রাহবার এখন প্রিয় মাতৃভূমি বাংলাদেশে।”

মাওলানা আজহারী এর আগে ৬ আগস্ট জানিয়েছিলেন যে, তিনি শিগগির দেশে ফিরবেন। উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারিতে তিনি বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন এবং এরপর থেকে সেখানে অবস্থান করছিলেন।

আজহারীর প্রত্যাবর্তন দেশের তরুণদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে, এবং তাঁর বক্তৃতা ও দিকনির্দেশনা নিয়ে বিভিন্ন মহলে আগ্রহ দেখা যাচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ