নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার বিকেলে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগন অংশ গ্রহন করেন।
মানববন্ধনে উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি ও সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি প্রাথমিক বিদালয়ের শিক্ষকগন বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড প্রাপ্তির দাবিটি যৌক্তিক। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সম্প্রতি প্রাথমিকের সহকারী শিক্ষকদের জন্য বেতন স্কেল ১৩তম গ্রেড থেকে ১২তম গ্রেড করার প্রস্তাব করা হয়েছে। আমরা এই প্রস্তাবটি সংশোধনের দাবি জানাচ্ছি। স্নাতক সম্পন্ন করে নিয়োগ পাওয়া একজন শিক্ষক কেন ১০ম গ্রেড পাবেন না? এমন প্রশ্ন রেখে বক্তারা বলেন, পরীক্ষণ বিদ্যালয়ের সহকারী শিক্ষকসহ অনেক দপ্তরেই সমযোগ্যতায় নিয়োগ নিয়ে ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন; অথচ একই যোগ্যতা নিয়ে নিয়োগ পাওয়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বঞ্চিত হচ্ছেন। তাদেরকে ১৩তম গ্রেড থেকে ১২তম গ্রেড করার প্রস্তাবটি প্রহসন মূলক ও দুঃখ জনক বটে। বৈষম্য বিরোধী নতুন বাংলাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূরীকরনের দাবী জানান তাঁরা।
বর্তমানে ২০১৫ সালের বেতন কাঠামোতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে জাতি গড়ার কারিগর খ্যাত সহকারী শিক্ষকদের জীবনমানের স্বাভাবিক ধারা বজায় রাখতে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। তবে তাদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার মাধ্যমে কিছুটা সমাধান সম্ভব বলে শিক্ষকগন মনে করছেন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর লেখা দুই পৃষ্ঠার একটি স্মারকলিপি জমা করা হয়। ওই স্মারকলিপিতে সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের জন্য বেতন স্কেল ১৩তম গ্রেড থেকে ১২তম গ্রেড করার প্রস্তাবটি সংশোধন করে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানানো হয়। এছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে নানান সুবিধা-অসুবিধা উল্লেখ্য পূর্বক বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরা হয়েছে জমাকৃত ওই স্মারকলিপিতে।