শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন

কেরানীগঞ্জ এর সিংহ নদীর ইতিহাস শুঁকিয়ে খালে পরিনত হয়েছে,

মোঃ কুতুব উদ্দিন ঢাকা কেরানীগঞ্জ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৮ বার পড়া হয়েছে

মোঃ কুতুব উদ্দিন
ঢাকা

কেরানীগঞ্জ এর আব্দুল্লাহপুর এ ইতিহাসে বয়ে যাওয়া সিংহ নদী এখন আর নেই,শুঁকিয়ে মরে গেছে,সামান্য এক খলে পরিনত হয়েছে,

রসুলপুর বাজারের মাঝখান দিয়ে পারাপার হতে বিগত অনেক বছর আগে একটা কালবার্ড(ব্রীজ) হয়েছিল এখন আর চলার অবস্থা নেই,

এলাকার জন সাধারণ প্রতিদিন বাজারে আসা যাওয়া এবং শহরগামী বাসস্ট্যান্ডে যাতায়াত সমস্যা এবং জনসাধারণের ভোগান্তী অনেক বছর ধরেই,

যেকোনো সকয় ভেংগে ধসে যাবে এই আশংকা জনমনে,এলাকার জনসাধারণ চায় এই কালবার্ড(ব্রীজ) অতিসত্বরই যেনো নতুন রুপে পান এবং এলাকার সকল জনসাধারণের দাবী দেশের কর্তপক্ষের কাছে কাছে বর্তমান অন্তরবর্তীকালীন সরকারের কাছে,

অতি দ্রুতই সংস্কার বা এই পুরনো ব্রীজ ধসে যাওয়ার আগেই নতুন করে গড়ে দেয়ার জোড় দাবী জানিয়েছেন, কয়েকমাস আগেও এই সিংহ নদীর দুই পাশেই খনন কাজ করেও সম্পূর্ণ না করেই বন্ধ করে দিয়েছিলেন তাতে জনসাধারণের ক্ষতি হয়েছে বিভিন্ন ভাবেই,

এলাকার বিগত আমলের চেয়ারম্যান এর ছেলে প্রবাসী লন্ডন মোঃ নজরুল ইদলাম (ইঞ্জিনিয়ার) জানান এইসব কথা,বিগত সময়ের চেয়ে বেশি উন্নয়ন আশা করি,নতুন কিছু আশা করি আমরা এলাবাসী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ