শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫৭ পূর্বাহ্ন

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির হাতে আটক ১২ যুবক

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২৩ বার পড়া হয়েছে

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী সীমান্তে ১২ যুবককে আটক করেছে বিজিবি।

অবৈধ অনুপ্রবেশের দায়ে কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী সীমান্তে ১২ যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (০২ অক্টোবর) সকাল ৫টার দিকে উপজেলার সীমান্ত পিলারের চরবোয়ালমারী এলাকা থেকে তাদের আটক করা হয়।

যুবকদের সবাই ঢাকা থেকে রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়ন সীমান্তে গতকাল এসেছে এবং সীমান্ত অতিক্রম করতে স্থানীয় কিছু দুষ্কৃতকারীদের সহায়তা করার চেষ্টা করছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের মধ্যে কয়েকজন এ তথ্য নিশ্চিত করেছে।

বিজিবির জামালপুর ব্যাটালিয়ন ৩৫ এর রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়াটাপাড়া ক্যাম্প নায়েব সুবেদার মোঃ ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তাদের বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করে রৌমারী থানায় সোপর্দ করা হবে বলে নায়েব সুবেদার মোঃ ইসমাইল হোসেন সাংবাদিকদের সাথে আলাপকালে বিষয়টি অবহিত করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ