বুধবার, ১৯ মার্চ ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন

সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী গ্রেফতার

মোহাম্মদ আবু নাছের,নোয়াখালী :
  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৩০ বার পড়া হয়েছে

মোহাম্মদ আবু নাছের,নোয়াখালী :

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার রাত সোয়া ১২টার চট্টগ্রাম নগরীর খুলশী এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাসাটি একরামুলের ছেলে আতাহার ইশরাক ওরফে শাবাব চৌধুরীর। এসকল তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম। তিনি বলেন, একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও নাশকতার অভিযোগে পাঁচটি মামলা রয়েছে। এসকল মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

একরামুল করিম চৌধুরী ১৭ বছর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। কিছু দিন আগেও তার কথার বাইরে এলাকায় কিছু হতো না। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। অভিযোগ রয়েছে, চারবারের এমপি একরামুল গত ১৫ বছরে অনিয়ম-দুর্নীতি করে বিপুল অর্থ-সম্পদের মালিক হয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ