আরিফুল ইসলাম
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া-৪( খোকসা- কুমারখালি) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ র্যাবের হাতে গ্রেফতার হয়েছে।
গতকাল রাজধানী ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান সংসদ সদস্য আব্দুর রউফকে ! আটকের তথ্য নিশ্চিত করে বলেন তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে,তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।
জানা যায় প্রায় ৫ বছর আগের একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।৫ বছর আগে বিএনপি কর্মী সুজন মালিথাকে গুলি করে হত্যার দায়ে নিহতের দলীয় বড় ভাই সুজন হোসেন কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এই হত্যা মামলায় আব্দুর রউফ,কুষ্টিয়া-৩ আসনের সাবেক সাংসদ ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাবেক পুলিশ সুপার তানভির আরাফাতসহ মোট ১৫ জনকে আসামী করা হয়।
উল্লেখ যে সুজন মালিথাকে ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর তার নিজ বাড়িতে সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।