শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন

দেবীনগর এর নাজমুল মরিচার্সে মৃত্যু পরিবারে শোকের ছায়া।

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৩৪ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

সদর চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর এর নাজমুল মরিচার্সে মৃত্যু পরিবারের শোকের ছায়া চলছে। মোঃ নাজমুল পিতা একরামুল হক, গুলজার হাজির টোলার ধুলাউড়ি হাটে দেবীনগর, সদর চাঁপাইনবাবগঞ্জের মোঃ নাজমুল (৩৮)মরিচর্সে জীবিকার সন্ধানে পাড়ি জমান প্রায় ৭ বছর আগে।প্রথমের দিকে কোম্পানিতে পেশাগত কাজের দায়িত্ব পালন করলেও পরবর্তীতে তিনি কোম্পানির বাইরে চলে যান। এবং তিনি কোম্পানির বাইরে কাজ করতেন এবং ভালো ইনকাম করতেন বাড়িতে নিয়মিত টাকা পাঠাতেন। গত আগস্টের ২৩ তারিখ মরিচার্সের সড়কের মোটরসাইকেল যোগে রোড এক্সিডেন্ট করে একটি সরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ৩৯ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে না ফেরার দেশে, আজকে সোমবার সকালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)তার মৃত্যুতে পরিবার এবং এলাকায় শোকের মাদান চলছে। বাবা মা স্ত্রী ২ সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন দেশে রয়েছেন।

এই মৃত্যুতে তার বাবা-মা, স্ত্রী ও এলাকাবাসী আত্মীয়-স্বজন সবারই দাবি মিতু নাজমনের লাশটি যেন বাড়িতে আসে, এটা সরকারের কাছে দাবি জানিয়েন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ