1. admin@alorbangladesh.com : Alor Bangladesh : Dainnik alor Bangladesh
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০৬:৫১ পূর্বাহ্ন

দিনাজপুরে কুড়িগ্রামের বন্যার্তদের জন্য ত্রাণ কর্মসূচি

মো: সালাম রাব্বানী বিরল,দিনাজপুর
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ১৪ বার পড়া হয়েছে

মো: সালাম রাব্বানী
বিরল,দিনাজপুর

দিনাজপুর, ১ ও ২ অক্টোবর ২০২৪: কুড়িগ্রামের বন্যার্ত অসহায় পানি বন্দি মানুষের জন্য একটি দুই দিনব্যাপী ত্রাণ কর্মসূচি শুরু হয়েছে। দিনাজপুর শহরের চারটি প্রধান পয়েন্টে এই গণত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ত্রাণ বিতরণের জন্য নির্ধারিত স্থানগুলো হলো: সদর হাসপাতাল মোড়, মর্ডান মোড়, হাউজিং শপিং মল এবং চৌরঙ্গী মোড়, সদর, দিনাজপুর।

উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা কবলিত মানুষের জন্য শুকনো খাবার, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ঔষধ এবং নগদ অর্থ সহায়তার জন্য সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

এই উদ্যোগটি যৌথভাবে পরিচালনা করছে “ব্লাড ডোনেট স্বেচ্ছাসেবী সংগঠন, সদর, দিনাজপুর”। সংগঠনের সদস্যরা সকলকে সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছেন।

সমাজের প্রতিটি শ্রেণীর মানুষকে সজাগ থাকতে এবং বন্যার্তদের সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

ত্রাণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে বা সহায়তা করতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য যোগাযোগের তথ্য:

বিকাশ/রকেট/নগদ: 01701625204 (রক্তদান সমাজকল্যাণ সংস্থা, দিনাজপুর)

বিকাশ/নগদ: 01568217532 (জয়নুল স্মৃতি ব্লাড ফাউন্ডেশন)

বিকাশ/নগদ: 01755377713 (RM ফাউন্ডেশন)

বিকাশ/রকেট: 01761104072 (উত্তরবঙ্গ সমাজকল্যাণ রক্তদান সংস্থা, দিনাজপুর)

সবাইকে সহযোগিতার জন্য এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD